সাতক্ষীরা তালায় হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সংকটময় সময়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি,সাতক্ষীরা জেলা শাখা ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় শীতার্ত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসাবে জেলার তালা উপজেলায় এতিম ও অসহায়ত্ব দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
এর আগে জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম সমিতি তালা উপজেলা সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা তাওহীদুর রহমান,তালা সাংবাদিক ক্লাবের সভাপতি সাংবাদিক এস এ মোতাহেরুল হক শাহিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি তার বক্তব্যে বলেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র বিতরণের সুযোগ দেওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইমাম সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এর কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। নিজেদের মধ্যে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং সবাইকে নিয়ে ভালো থাকাই গঠনের মূল লক্ষ্য এবং সাধ্যমতো আশপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করছি।
তিনি স্থানীয় মুরুব্বি ও শীতার্ত মানুষের অনুরোধের প্রেক্ষিতে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আশ্বাস দেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপহার পাওয়া ময়না আক্তার।তিনি বলেন, আমরা প্রত্যেকেই ষাটোর্ধ্ব। আমরা ভালো থাকতে চাই। আমি খুবই খুশি। শিশুরাও উপহার পেয়ে খুশি।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন। একইসঙ্গে অতিথিবৃন্দও ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছরে জেলার বিভিন্ন প্রান্তে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।
