শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার রাডুলি গ্রামে দস্যুতার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

নিজস্ব প্রতিনিধি।।
জানুয়ারি ১৭, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে দস্যুতার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ুলি গ্রামে গত ২৩-১২ -২৫ তারিখ দিবাগত রাতে ১:৩০ ঘটিকের সময় শুভাশিস দেবনাথের বাসায় উক্ত দস্যুতার ঘটনা ঘটে। প্রথমে ঘরের দক্ষিণ পাশের জানলা দিয়ে গ্রিল কেটে গভীর রাতে একজন ঘরে প্রবেশ করে ঘরের মেইন দরজার ছিটকানি ভেতর থেকে খুলে দেয়।

এ সময় অপর দুইজন ঘরে প্রবেশ করে। আসামীরা শুভাশিস দেবনাথের মাতা অর্পুনা দেবনাথ কে জোর করে বাধ্য করে স্বর্ণালংকার আসবাবপত্র নগদ টাকা পয়সা নিয়ে যায়। এই ঘটনায় পাইকগাছা থানায় নিয়মিত মামলার রুজু হয়ে তদন্তাধীন আছে। বিষয়টি রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নজরে আসলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন।

এ সময় তিনি সার্কেল এএসপি, অফিসার ইনচার্জ পাইকগাছা থানা, ওসি (তদন্ত) ও তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সাথে পুলিশের দায়িত্বে কোন গাফিলতি থাকলে অনুসন্ধান করে পুলিশ সুপার বরাবর রিপোর্ট প্রদান করার জন্য সার্কেল সহকারী পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করেন। উক্ত ঘটনাস্থল পাইকগাছা, আশাশুনি ও তালা থানার সীমান্তবর্তী হওয়ায় সীমান্তবর্তী সব এলাকায় একযোগে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

পরে তিনি পাইকগাছা থানা ও তালা থানা আকস্মিক পরিদর্শন করে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য পুলিশের অভিযান জোরদার করার নির্দেশ প্রদান করেন। রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন ও জড়িত আসামীদের খুঁজে বের করার নির্দেশ প্রদান করায় এলাকায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আশ্বাসের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।