রবিবার (১৮ জানুয়ারী) সকালে তালা উপজেলার জাতপুর গ্রামে বোরো মৌসুমে নিরাপদ ও উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় ফসল খাতভুক্ত এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ড. মোঃ কামরুজ্জামান, সহকারী কর্মকর্তা মোঃ হুসাইন কবির এবং সফল কৃষক মানিক গোলদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন কৃষককে উন্নতমানের বীজ নির্বাচন ও ক্রয়, বিভিন্ন জাতের ধান চাষ পদ্ধতি, বীজতলা তৈরি, চারা রোপণ, ফসলের আন্তঃপরিচর্যা, বীজ সংরক্ষণ, রোগ ও পোকামাকড় দমন কৌশল, বিভিন্ন জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার, জৈব ফাঁদ ব্যবহারের নিয়মাবলি এবং ফসল কর্তনের পরবর্তী (পোস্ট হারভেস্ট) ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
