শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় এসিল্যান্ডের নেতৃত্বে নেটপাটা অপসারণ

খবর প্রতিবেদক :
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা নামক স্থানে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন।


জানা গেছে, উক্ত এলাকায় সরকারি বেশ কিছুদিন ধরে খাল দখল করে বাধ দেয়া হয় ও নেট পাটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এজন্য আনুমানিক ৫ কিঃমিঃ খালের অবৈধ বাধ কেটে দেয়া হয় এবং নেট পাটা অপসারণ করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।