তালা ব্লাড ব্যাংকের ছয় বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তালা বাজার তিন রাস্তা মোড়ে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: খালেদ হাসান নয়ন।
আনিশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী আশপাশের মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানে তালা ব্লাড ব্যাংকের সকল সদস্য, সন্মানিত ডোনারবন্দ উপস্থিতি ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।