সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারকালে বিজিবির অভিযানে একজন আটক হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কালিয়ানি বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম শ্রী অজয় মন্ডল (২২)। সে আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের শ্রী বিজন মন্ডলের ছেলে।
রবিবার (১৩ অক্টোবার) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসিজি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবি’র কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী নামক স্থান হতে কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অজয় মন্ডল (২২)কে আটক করে।
এ সময় তার নিকট থেকে ০১ টি অপ্পো মোবাইল ও ০১টি সীম (নম্বর- ০১৭৬০-৬০২৭৪২) জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।
বিজিবি অধিনায়ক আরো জানান, একজন পাচারকারী ও আটককৃত অজয় মন্ডলকে আসামী করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।