বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাগরণ বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

রিয়াদ হোসেন :
অক্টোবর ১৫, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জাগরন বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মোবারক বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াছিন বিশ্বাস, মো. হাইদার ফকির , সমাজসেবক মো. শহিদুল বিশ্বাস, যুব উন্নয়ন প্রশিক্ষক মো. রাশিদুল বিশ্বাস, ব্যাবাসায়ী মো. শহীদ বিশ্বাস, সংগঠনের সদস্য নাসির, ইমরুল, রাসেল, হারুন, রুহুল আমিন, আব্বাস, আকবার, অজিয়ার, রাহুল প্রমুখ।

উল্লেখ্য, জাগরন বার্তা ফাউন্ডেশন ২০১৮ (পূর্বে: আলো ফাউন্ডেশন) সাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করা, শিক্ষা, পেশাভিত্তিক, এডভোকেসি, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, বেকারত্ব, বেকার যুবকদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডের সাথে কাজ করে আসছে।

জাগরন বার্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এম. এম মারুফ -উল – ইসলাম বলেন, আমাদের একটাই লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে নিজের যোগ্যতা অনুযায়ী সমাজ, মানুষের বিপদে পাশে থেকে পরিবর্তিত যুগের সাথে নিজের কমিউনিটির সদস্যদের স্কিল্ড বৃদ্ধি ও সচেতনার মাধ্যমে নতুন প্রজন্ম গড়ে তোলা।

এসময় তিনি সমাজের বৃত্তবানদের প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো; মানবিক কাজকে সহযোগিতা ও উৎসাহিত করা এবং সমাজ ও রাষ্ট্রের সংকটে নিজেদের প্রত্যক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।