বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ::
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠ প্রাঙ্গণে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, দেবহাটা, সাতক্ষীরা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার, দেবহাটা এবং ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন রহিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শেখ ইমন পারভেজ প্রিন্স, সমন্বয়কারী (পরিবেশ), সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), তালা, সাতক্ষীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আঞ্চলিক ব্যবস্থাপক (কালিগঞ্জ অঞ্চল) মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আলমগীর হোসেন।
বক্তারা সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, জীবিকায়ন, সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে পিকেএসএফ ও সাস-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উন্নয়ন মেলা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল, তথ্যভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে সমৃদ্ধি কর্মসূচির অর্জন ও সাফল্য তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।