তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর এসিসিইএফএস প্রকল্পের আওতায় আয়োজিত অ্যানিমেটর বেসিক ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে তালা উপজেলার সাস ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের হলরুমে এ সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আয়োজনে এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় এ অ্যানিমেটর বেসিক ট্রেনিং অনুষ্ঠিত হয়। গত ১১ জানুয়ারি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসের এসিসিইএফএস প্রকল্পের ম্যানেজার মোঃ ওবায়দুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন মোঃ শেখ ইমন পারভেজ প্রিন্স।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অ্যাডমিন অফিসার পিনাক কুমার সরকার, মনিটরিং অফিসার জাভেদ মিয়াদাদ, পরিবেশ কর্মকর্তা শারমিন বীথি, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস সরকার, ইকবাল হোসেন, আবু জাহিদ, সালেহা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের বেসিক ট্রেনিং মাঠ পর্যায়ে কর্মরত এনিমেটরদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু সহনশীল কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।
