রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এস এন প্যালেস ৯ এর কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক :
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরের নেভী কলেজের সামনে হাউজিং আবাসিকে এস এন ডেভেলপারস কোম্পানি লিমিটেডের চলমান আবাসন প্রকল্পের আওতায় ১০তম প্রকল্প ‘এস এন প্যালেস ৯’ এর নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর নগরের নেভী কলেজের সামনে হাউজিং এস্টেটে এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন এসএন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মো. জুয়েল ও ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ, ডাইরেক্টর মো. মোহাইমিন, ম্যানেজার নিউটন শেখ, ফ্লাট ক্রেতারা ও এস এন ডেভেলপারস লিমিটেডে পরিবারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
উদ্বোধন শেষে এস এন ডেভেলপারস এর ব্যাবস্থাপনা পরিচলক মো. বখতিয়ার হোসেন বলেন, অনির্বচনীয় প্রয়াশ, আন্তরিক শ্রম ও ঘামে এস এন ডেভেলপারস লিমিটেড গ্রাহকদের স্বপ্ন নির্মাণ করে থাকে। সেই স্বপ্ন যথাযথ মানে প্রতিশ্রুত সময়ে হস্তান্তর করতে এস এন ডেভেলপারস কঠিন আত্মবিশ্বাসের সঙ্গে সেবা প্রদানে বারবার দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।