সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা হাবিবের জামিনের খবরে তালায় মিষ্টি বিতরণ

Salim Hayder
আগস্ট ২৮, ২০২৪ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) :
বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে সাতক্ষীরার তালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে মিষ্টি বিতরণ করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।
তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্ত মোড়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, ফারুক জোর্য়াদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।
উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান জানান, মঙ্গলবার হাইকোর্ট থেকে হাবিবের জামিন পাওয়ার খবরে যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। আমরা খুবই আনন্দিত ও উৎফুল্ল। আমাদের প্রিয় নেতাকে তালার মাটিতে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
উল্লেখ্য,ফরমায়েশি রায়ে ৭০ বছরের সাজাপ্রাপ্ত ৩ বছর ৪ মাস কারাবন্দী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।