সেলিম হায়দার : বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন প্রাপ্তিতে তালা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলা কৃষকদলের আয়োজনে তালা প্রেসক্লাব মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে শেষ হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু, উপজেলা কুষক দলের সদস্য সচিব জামির আলী মেম্বর, উপজেলা কুষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ লিয়াকত আলী গাজী, সাবেক জাসাসের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলতাপ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন বাবু, ইসলামকাটী ইউনিয়ন যুবদল সভাপতি মোমিনুল ইসলাম, মাগুরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল আলিম প্রমূখ। এসময় কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।