সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পাচারের শিকার নারী ও পুরুষদের ২দিন ব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

Salim Hayder
আগস্ট ৩১, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জুলফিকার আলী,সাতক্ষীরা থেকে।।  সাতক্ষীরায় মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ২৯-৩০ আগষ্ট, ২০২৪ তারিখে অগ্রগতি রিসোর্ট, সাতক্ষীরা এর কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউএসস্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে ও একপাট-লুক্রেমবার্গ এর সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজনে করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ১৫ জন নারী-পুরুষ। প্রকল্পটি মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্থ নারী ও পুরুষদেরকে, তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন, আইনী সহায়তা প্রদান,স্বাস্থ্য সহায়তা,শিক্ষা সহায়তা,লাইভলিহুড সহায়তা ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ২দিন ব্যাপী উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনে জীবন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বিষয়ক  শিক্ষা ও খরচ ব্যবস্খাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ, এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যাহাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্থ হয়ে আসা শিশুদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়। অতিথি হিসাবে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- যশোর রাইটস এর ডেপুটি ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম, প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন-দেবব্রত ঢালী, মোঃ সাইফুল ইসলাম, ও যশোর রাইটস মুক্তি সাউথ এশিয়া প্রজেক্ট এর তানিয়া হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।