সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী সাথে সাবেক এমপি হাবিবের  সৌজন্য সাক্ষাৎ

সেলিম হায়দার ::
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি  হাবিবুল ইসলাম হাবিব  সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদের সাথে ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক এমপি  হাবিবুল ইসলাম হাবিব  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,অধ্যাপক আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন,সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রনেতা মেহেদী হাসান সাগর  প্রমূখ।

 

উল্লেখ্য, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন কারাভোগের পর জামিন মুক্তি পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কেরাণীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপান তিনি। মুক্তি পেয়েই তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে যান। এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।