তালায় উপজেলা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে তালা আলিয়া মাদ্রাসায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ এর সভাপতিত্বে এবং সেক্রেটারী ইদ্রিস আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যাক্ষ ইজ্জত উল্লাহ। এসময় বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যাক্তিগণ সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনের কারণে দীর্ঘ ১৬ বছর জাতির ঘাড়ে চেপে থাকা স্বৈরাচার ও খুনী আওয়ামী লীগ জালিমের হাত থেকে জাতি মুক্তি পাওয়ায়
মহান আল্লাহর নিকট শুকরিয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সাধারণ জনতাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের মানুষ আর কোনো জালিম সরকার চাইনা, শোষন মুক্ত একটা সুন্দর দেশ আমাদের প্রত্যাশা।
##