সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ ফারুক হোসেনের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, (১০ সেপ্টেম্বর) বিকালে তালা ডাক বাংলা চত্বরে তালা উপজেলা যুবদল এর আয়োজনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা মরহুমের আতœার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মো: তাওহিদুর রহমান।
উল্লেখ্য, খলিলনগর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ফারুক হোসেন শনিবার (৭ সেপ্টেম্বর) সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণ-সংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিল করার সময় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।
##