সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা,দাবি প্রধান শিক্ষকের অপসারণ

ফারুক সাগর :
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

প্রধান শিক্ষকের অপসারণ সহ সকল দূর্নীতির তদন্তের দাবীতে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ, শেখ মিরাজুল,শান্ত,ইকবাল হোসেন সাগর,আব্দুল্লাহ মুবিন,মিঠু প্রমূখ।
এসময় শিক্ষার্থীরা “এক দফা এক দাবী, প্রধান শিক্ষকের পদত্যাগ” চাই বলে ¯েøাগান দিতে থাকে। এর আগে শিক্ষার্থীরা পাটকেলঘাটা ভূমি কমিশনারের কার্যলয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাইম এবং ভূমি কমিশনার প্রধান শিক্ষককে অপসারণ এবং সব দুর্নীতির তদন্ত করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা সহকারী ভূমি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পরে,বিদ্যালয়ে অনিয়মিত আসা যাওয়া করেন। তিনি বিদ্যালয়ের মাঠে বালু ভরাটের নামে দুই লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষকদের অনুমতি ছাড়াই খেয়াল খুশিমত টাকা উত্তোলন করেন। বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর নিয়োগে রহমত আলী নামে এক ব্যাক্তির নিকট থেকে ১০ লক্ষ ২৫ টাকা অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া স্কুল ফান্ডের অর্ধকোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষকদের।

তালা উপজেলার সহকারী ভূমি কমিশনার আব্দুল আল আমিন বলেন,এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।