সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্য এক পাওলি

অনলাইন ডেস্ক :
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

এবার অন্য এক রূপে দেখা মিলবে কলকাতার অভিনেত্রী পাওলি দামের। প্রথমবারের মতো রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অরিত্র সেন পরিচালিত ‘জুলি’ নামের একটি ওয়েবসিরিজে তাকে রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে। সিরিজে কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে, একজন নারীর প্রতিকূলতা জয়ের আখ্যানকে তুলে ধরা হয়েছে। যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন পাওলি। ইতিমধ্যে অভিনেত্রীর দু’টি লুক প্রকাশ্যে এসেছে। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থ ত্যাগ করতে হবে? না কি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল হবে জুলি? এ রকমই কিছু প্রশ্নকে সামনে রেখে সিরিজের গল্প এগুবে। এই সিরিজে আরও এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। অন্যদিকে সিবিআই আধিকারীকের চরিত্রে রয়েছেন গৌরব চ্যাটার্জি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি, শ্রুতি দাস। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েবসিরিজে পাওলি অভিনয় করেছিলেন। এই সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, চরিত্রটি ভাবার পর প্রথমেই আমার পাওলির কথা মনে পড়ে। চরিত্রটার একটা অতীত রয়েছ, রাজনীতির ময়দানে পা রাখার পর যা তার জীবনে আরও প্রতিবন্ধকতা নিয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।