চীন মহাকাশে ছয়টি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। তাইয়ুয়ান থেকে সিনহুয়া এ খবর দিয়েছে। জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ স্যাটেলাইট বেইজিং সময় দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়।
খবরে বলা হয়, একটি লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলো পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে।
এই উৎক্ষেপণ লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।