সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুমার খুতবার সময় বায়তুল মোকাররমে দুপক্ষের মারামারি, আহত অন্তত ৬

অনলাইন ডেস্ক :
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

আজ শুক্রবার জুমার বয়ানের সময় মুফতি রুহুল আমিনের (আগের খতিব) পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—মোস্তাইন বিল্লাহ (১৭), লিমন (১৩), এনামুল হাসান (১৬), শাকিল (২১), ফেরদৌস (২২) ও হাবিবুর (২০)।

আহত এনামুল হাসান জানায়, সে নারায়ণগঞ্জ ফতুল্লার এক মাদ্রাসার ছাত্র। বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে তারা তিন ছাত্র যায়। তিনজনই বারান্দার দিকে ছিল। হঠাৎ ভেতরে মারামারি শুরু হয়। ভেতর থেকে কাচের টুকরা এসে তার হাতে লাগে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকাজাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা
খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ জুমার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আজই বায়তুল মোকাররমে আসেন খতিব রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এ সময় মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।  এ দিকে মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়। দরজা-জানালার গ্লাস ভেঙে ফেলা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদ আলম জানান, দুপুরে কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের আঘাত গুরুতর ছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।