সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ব্র্যাকের যক্ষ্মারোগ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খবর প্রতিবেদন।।
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাকের যক্ষ্মারোগ বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। ওরিয়েন্টেশনে মূল কথাগুলি তুলে ধরেন ব্র্যাকের সংশ্লিষ্ট প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ ও তালা থানার এসআই মোঃ খলিলুর রহমান।

এ সময় ব্র্যাকের তালা এরিয়া ম্যানেজার সুজন বাড়ৈ, আলীমুজ্জামান, রহিমা খাতুন, মোঃ জালাল, মামুন হোসেনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় যক্ষ্মারোগের পাশাপাশি এইচআইভি/এইডস, ম্যালেরিয়া, ডেঙ্গু জ¦র, ডায়রিয়া রোগ ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।