সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খবর প্রতিবেদক :
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তালা উত্তরণ আইডিআরটিতে উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ ও পানি কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবেক ইউপি চেয়াম্যান সরদার ইমান আলী, এস এম লিয়াকত আলী, আশরাফুন নাহার, জিএম শহিদুল্লাহ, রাশেদ সানা, শিরিনা সুলতানা, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, যুব পানি কমিটির মনিরা খাতুন, হৃদয় হোসেন, তোহা মোড়ল, হাবিবুর রহমান, মোঃ রহমতুল্ল্যাহ, দীপা দাশ, শেফা জান্নাতুল, ফারহানা জাহান, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন প্রমুখ। সভায় সম্প্রতি তালা উপজেলায় অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি এবং মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহীত হয়।

অপরদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে যুব পানি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় পানি কমিটির নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের দিলীপ সানা, শেখ সেলিম আক্তর স্বপন, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান, গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ইমরান হোসেন, সুমন রায় গনেশ, যুব পানি কমিটির আহবায়ক মনিরা খাতুন, সদস্য সচীব হৃদয় হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।