“প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় From work to school: education, training and protection for children in hazardous child labor in the coastal areas of Bangladesh প্রকল্পের আওতায় শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপি শিশু অধিকার সপ্তাহ এবং ৭ অক্টোবর বিশ্ব শিশুদিবস পালন করা হয়। আর এই উপলক্ষে উত্তরণের আয়োজনে গত ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বুড়িগোয়ালিনি,কাশিমাড়ী,গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪টি ব্রিজ স্কুলের শ্রমজীবি ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। লাফদড়ি,মোরগ লড়াই এবং চারদলীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ এবং পুরষ্কার গ্রহণের মাধ্যমে শিশুরা খুবই আনন্দ উপভোগ করে। পরিচালনা করেন উত্তরণের এডুকো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার।
এদিকে কমিউনিটি পর্যায়ে শিশুদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করার ফলে এলাকায় শিশুশ্রম নিরসন প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আরও বেশী অবগত হয়েছে। উপস্থিত অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য,ব্রিজ স্কুলের শিক্ষক,ঝাঁপালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্রিজ স্কুলের শিক্ষার্থীরা মন্তব্য করেন যে মাঝে মাঝে শিশুদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে শিশুরা যেমন আনন্দ পায় তেমনি এলাকার মানুষদের মধ্যে ও সচেতনতা বৃদ্ধি পাবে।