মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি :
অক্টোবর ৭, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালায় এক মাদ্রাসার ছাত্রকে (১২) বলাৎকার চেষ্টার অভিযোগে সোহেল রানা নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার তালা সদর ইউনিয়নের রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। অভিযুক্ত শিক্ষক সোহেল রানা তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের বাসিন্দা। রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানায়, আবাসিক ও অনাবসিক দুই ব্যবস্থাতেই পাঠদান করে রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসায়। ভুক্তভোগী ওই ছাত্র মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। বেশ কয়েকবার ছুটিতে বাড়িতে আসলে আর মাদ্রাসায় যেতে চাইতো না। সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দিলেও মাদ্রাসায় না গিয়ে কান্নাকাটি করতে থাকে পরে মা-বাবার কাছে বলাৎকারের ঘটনা খুলে বলে ভুক্তভোগী ছাত্র।
উক্ত ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠে। পরে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা কক্ষে আটকে রাখেন স্থানীয়রা। পরিস্থিতির অবনতির আশংকায় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আমার ছেলের বিষয় নিয়ে মাদ্রাসার সভাপতির কাছে অভিযোগ দিতে এসে জানতে পারলাম আরো দুই জন ছাত্রদের সাথে একই ঘটনা ঘটিয়েছে এই শিক্ষক। ভুক্তভোগী ছাত্ররা আজ (সোমবার) সকালে মাদ্রাসা পড়বে না বলে বাড়িতে চলে গেছে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবুল কাশেম বলেন, প্রায় এক বছর এখানে শিক্ষকতা করছে শিক্ষক সোহেল রানা। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।