সাতক্ষীরার তালায় অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শুভাষিণী ডিগ্রী কলেজের পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর হঠাৎ গ্রামের মানুষের নাকে পচা গন্ধ ভেসে আসে। খুঁজতে খুঁজতে স্থানীয়রা কালেজের পিছনের ডোবায় পানিতে ভাসমান অবস্থায় অর্ধ গলিত লাশটি দেখতে পায়। এ সময় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম ঘটনাস্থাল পরিদর্শন পূর্বক লাশটি উদ্ধারের ব্যবস্থা করে। এব্যাপারে তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের ব্যবস্থা করেছি। লাশ উদ্ধার পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনো পর্যন্ত লাশের নাম ঠিকানা নিশ্চিত করা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।