সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় সরুলিয়া  ইউনিয়ন যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত 

পাটকেলঘাটা প্রতিনিধি :
নভেম্বর ২৮, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাটকেলঘাটা সরুলিয়া  ইউনিয়ন যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৮ শে নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় পাটকেলঘাটা ৫ রাস্তা  মোড়ের  মহাসিন মার্কেটের দ্বিতীয় তলায় তালা উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলীর  সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন তালা উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক   মির্জা আতিউর রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ সরুলিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে মজবুত করার উপরে তাগিদ দেন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। কেন্দ্রীয় নির্দেশনা নেতাকর্মীর সামনে উপস্থাপন করেন। এবং যুবদলের সকল কর্মীকে সৎ ও  নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের  পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।