সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৯ ডিসেম্বর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে এবং EDUCO ও Tearfund -এর সহযোগিতায় কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সবুজ বনায়ন, পানির নীতি এবং বর্র্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভীন। নেটওয়ার্কের সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কমিটির সদস্য সচিব ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, সাংবাদিক বিএম জুলিফিকার রায়হান, সহঃঅধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, গুলশাহানারা খাতুন, দিলীপ সানা, টুম্পা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা, Paris Agreement এবং Sendai Framework-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, বৃক্ষরোপণ কার্যক্রম এবং “সবুজ গ্রহায়ণ” উদ্যোগের সূচনা হয়। ডায়ালগ সেশনে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়। স্থানীয় নেতৃস্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।
তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।