বুধবার (১১ ডিসেম্বর ‘২৪) সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এর নিয়মিত কার্যক্রম হিসেবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ‘আসাদ বেকারি’ কে নোংরা পরিবেশ এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহারের অভিযোগে ১০ হাজার টাকা এবং একটি ধান বীজের দোকানকে ধানের প্যাকেটের নির্ধারিত দামের থেকেও বেশি দামে ধান বিক্রি করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেছেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক মোঃ নাজমুল হাসান।
এছাড়াও শুপারিতে খেজুরের বিচের মিশ্রণ ঘটিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অপরাধ করছে এ বিষয়ে পাটকেলঘাটা বাজারের পান-শুপারি ব্যবসায়ীদের উপর তদারকি করেন ভোক্তা অধিদপ্তরের এ টিমটি।
উক্ত বাজার মনিটরিং টিমে উপস্থিত ছিলেন ‘ক্যাব’ এর সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ‘জি এম ইশতিয়াক জামিল’, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার ‘মোঃ জিল্লুর রহমান’সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
দ্রব্যমূল্যের এই উর্ধগতির লাগাম টানতে সাতক্ষীরা জেলায় এই বাজার মনিটরিং নিয়মিত চলমান থাকবে বলে জানান জনাব মোঃ নাজমুল হাসান।