সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি থানায় নতুন ওসি আব্দুল ওয়াদুদ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:- 
ডিসেম্বর ২১, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক হিসেবে (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ যোগদান করেছেন। শুক্রবার বিকেলে তিনি থানায় যোগদান করেন। আশাশুনিতে যোগদানের আগে মোঃ আব্দুল ওয়াদুদ বগুড়া হাইওয়ে পুলিশের পাকশী হাইওয়ে থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত থাকাকালীন জাতি সংঘ শান্তি পদক প্রাপ্ত হয়ে ছিলেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেন মোড়লের ছেলে। তিনি চাকরি জীবনে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ জেলার হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, সর্বশেষ পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে  কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। ওসি নজরুল ইসলামকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।