বাংলাদেশ এসএসসি-৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরার তালা উপজেলার বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার শুভাষিনি হাজী মেহেরুল্লাহ ফাজির মাদ্রাসা মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়।
চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভাষিনি হাজী মেহেরুল্লাহ ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা তবিবুর রহমান, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য জিয়াাউর রহমান, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ ইকবাল হোসেন, সমীর কুমার নন্দী, মোঃ বাবলুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, শেখ মোঃ আসাদুজ্জামান, মোঃ তারিকুল ইসলাম, এফএম ইকবাল হোসেন প্রমুখ। পরে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ একটি মাদ্রাসা, একটি মসজিদ ও বিভিন্ন ব্যাক্তির হাতে মোট এক লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।