সাতক্ষীরার তালায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪  জানুয়ারি )  বিকালে জালালপুর শ্রীমন্তকাটি স্কুল মাঠে  জালালপুর  ইউনিয়ন কৃষকদলের সভাপতি  খালিদ বিন ওয়ালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর  ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা কৃষক দলের আহবায়ক মো.জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয়  কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাললপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জামের আলী মেম্বার, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান হাছিব,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, উপজেলার কৃষক দলের যুগ্ম আহবায়ক  মিন্টু রহমান গাজী,  জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন সরদার,ইউপি সদস্য আনারুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা,  ইউনিয়ন যুবদলের আহবায়ক মাছুদ রানা, সদস্য সচিব আল আমিন ফকির,সেচ্ছাসেবক দলের আহবায়ক লাভলু রহমান,ছাত্র দলের সভাপতি ইমরান মোড়ল  প্রমূখ।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                