তালায় জনস্বাস্থ্য প্রকৌশলী বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে অনলাইন পত্রিকা ‘দৈনিক চিত্রার পাড়’ এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। ৬ জানুয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান বর্তমানে কেশবপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর দায়িত্বে থাকা মফিজুর রহমান।
সম্পাদক বরাবর পাঠানো ওই প্রতিবাদ পত্রে বলা হয়, ৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখে চিত্রার পাড় অনলাইন পত্রিকায় তালায় জনস্বাস্থ্য প্রকৌশলী বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে,
আমি দীর্ঘ ৪ বছর সাতক্ষীরার তালা উপজেলায় অত্যন্ত সুনামের সাথে চাকুরি করে আসছি। সে সময়কালে আমার বিরুদ্ধে কোথাও কোন দুর্নীতির অভিযোগ উঠে নি। আমার ব্যক্তিগত সহায়সম্পদ নিয়ে যে মনগড়া খবর উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। নামহীন প্রতিবেদকের প্রতিবেদনে, যশোরসহ বিভিন্ন জায়গায় যে জমি ক্রয়ের কথা বলা হয়েছে তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
প্রকৃত সত্য হলো, আমার চাকরি জীবনকে বিতর্কিত করা ও মান সম্মানের ক্ষতিসাধন করার উদ্দেশ্য একটি কুচক্রী মহল মনগড়া ওই অসত্য তথ্য উপস্থাপন করেছেন, আর সেই অসত্য বিষয়কে উপস্থাপন করে দৈনিক চিত্রার পাড় নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে। এই নিউজ প্রকাশের কারণে আমি সমাজে হেয়-প্রতিপন্ন হয়েছি এবং আমার চাকরি জীবন প্রশ্নবিদ্ধ হয়েছে।
তাই আমি ওই বিভ্রান্তমূলক সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনুগ্রহ পূর্ব্বক আমার এই প্রতিবাদটি আপনার অনলাইন সংবাদপত্রে প্রকাশ করে জনবিভ্রান্তি দূর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।