বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জমি নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি।।
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধ জেরে একটি পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে রবিন মন্ডল ও সন্তোষ মন্ডলের বিরুদ্ধে। তারা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়া গ্রামের মৃত্যু নরেন্দ্র মন্ডলের ছেলে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ওই গ্রামে ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী উজ্জ্বল মন্ডল বাদি হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পরিবারের জমি এওয়াজ বদল সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
সোমবার সকাল ৮টার দিকে কাঠবুনিয়া গ্রামের বিরোধীয় সম্পাতিতে কাজ করার সময় নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে রবিন মন্ডল, সন্তোষ মন্ডল পরিমল মন্ডলের ছেলে উজ্জ্বল মন্ডলকে দেশীয় অস্ত্র রামদা ও লাঠিসোঁটা নিয়ে হত্যার হুমকি দেন।

ভুক্তভোগী উজ্জ্বল মন্ডল বলেন, আমি রবিন মন্ডল গংদের আগেই জানিয়ে ছিলাম আমরা কোন এওয়াজ রাখবো না কিন্তুু তারা আমাদের কোন কথা না শুনে গায়ের জোরে সোমবার সকালে আমার জমিতে ভেড়ি বাঁধের কাজ করছিল। আমি আমার জমি রেখে তাদের জমিতে কাজ করার জন্য বলায় আমাকে হত্যার হুমকি দিয়ে মারতে এগিয়ে আসে। এখন আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত রবীন মন্ডলের সাথে একাধিক বার ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।