বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :
জানুয়ারি ১৭, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ জানুয়ারী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) বিকালে তালা আলিয়া মাদ্রাসা হলরুমে উপজেলা জামায়াতে ইসলামের আমির মাও: মফিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াদের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।
বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডাক্তার শেখ আফতাব উদ্দিন, ইসলামকাটি ইউনিয়ন পরিষয় চেয়ারম্যান আধ্যাপক গোলাম ফারুক। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার আমিনুর রহমান, উপজেলা নায়েবে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন জামাত ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।