তালার খলিষখালী পোদ্দারপাড়ায় ৫ দিনব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় খলিষখালীতে ৫দিনব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করে নির্ভয়ে আচার-অনুষ্ঠান পালন করার আহ্বান জানান। যজ্ঞানুষ্ঠানের সভাপতি বিশ্বনাথ আঢ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার বিএনপির সভাপতি মৃনালকান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ শেখ আব্দুল হান্নান যুদলের সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।