শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার তালায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

নিউজ ডেস্ক :
জানুয়ারি ৩১, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় আট দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” ফাইনাল অনুষ্ঠিত হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি ) বিকাল ৩টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

খেলায় সভাপত্বি করবেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

উক্ত খেলায় লড়বে ধুলিহর ফুটবল একাদশ, সাতক্ষীরা সদর এবং নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ, শ্যামনগর, সাতক্ষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।