রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে অর্ধেক সংস্কার হয়ে গেছে – মেজর হাফিজ

রাবিদ মাহমুদ চঞ্চল:-
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন,  জুলাই-আগস্টের পরে একদল বুদ্ধিজীবী মাঠে নেমে পড়েছে, যারা বলছেন আগে সংষ্কার পরে নির্বাচন। শেখ হাসিনার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ না করা এসব বুদ্ধিজীবী চায়, এর মাধ্যমে সময়ক্ষেপণ করে ছাত্রদের দিয়ে নতুন দল গঠনে যথেষ্ট সময় দেওয়া। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে অর্ধেক সংস্কার হয়ে গেছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, আর যে সংস্কারের কথা বলা হচ্ছে তার জন্য জাতীয় সংসদ ও নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন। আর তাই কালক্ষেপণ না করে এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারী)  খুলনায় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রæত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
গণতন্ত্র হত্যা ও জনগনের স্বপ্নভঙ্গের জন্য আওয়ামী লীগকে দায়ি করে মেজর হাফিজ বলেন, একাত্তর সালেও আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। তাদের শীর্ষ নেতা পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। সেই সময় মেজর জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ঘোষণা দেন। জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও নির্লোভ নিরহংকার জীবন যাপনের নানা ইতিহাস তুলে ধরে রণাঙ্গণের সহযোদ্ধা হাফিজউদ্দিন বলেন, আওয়ামী লীগ সঠিক ইতিহাসকে পরিবর্তন করে তাদের দলের নেতাকে বড় করতে চেয়েছিল।
আওয়ামী লীগের পতন থেকে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা গ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তাকে ধরে রাখার দায়িত্ব প্রতিটি নেতাকর্মীর। বিএনপি হিংসা বা প্রতিশোধের রাজনীতি করেনা। অনুপ্রবেশকারীরা যেন দলে ঢুকে কোন ধরনের চক্রান্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে বিএনপি দেশপ্রেমিক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল।
মেজর হাফিজ বলেন, জুলাই আগস্ট বিপ্লবে ছাত্ররা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছিলেন। এই দেড় মাসের আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হন। কিন্ত বিএনপির এই আন্দোলন শুরু হয়েছিল ২০০৭ সাল থেকে। এই দলের একজন নেতাকর্মীও একটি মুহুর্তের জন্য রাজপথ ছাড়েনি।
উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা রয়েছেন অভিযোগ করে তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবের ওপর আস্থাশীল। কিন্ত বেশির ভাগ উপদেষ্টা রাষ্ট্র পরিচালনায় অযোগ্য। পুলিশ বাহিনী অনেক মায়ের বুক খালি করেছে। তারা এখনও চাকরি করছে। তাদের বিচার হয়নি। সরকার বলছে, অক্টোবরের মধ্যে কয়েকটি মামলার বিচার হবে। কোন বহিশক্তি যেন এই প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে না পারে।
(১২ ফেব্রুয়ারী) বুধবার বেলা আড়াইটায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সাবেক এমপি মুজিবর রহমান, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী প্রমুখ। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।