সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ ক্যাম্পেইন এ দিনব্যাপী কর্মসূচী পালিত

নিউজ ডেস্ক :
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

 তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ কার্যক্রম (পুষ্টি ক্যাম্পেইন) উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, নাটক, পটগান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রæয়ারী) সকালে তালার ভায়ড়ায় সাস এগ্রো টেকনোলজি পার্কে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এই কর্মসূচী বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়ক খান মোঃ শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিকেএসএফ এর উপ-ব্যাপস্থাপনা পরিচালক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আফ্রজা আক্তার রুমা, মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, সেনেটারী ইন্সেপেক্টর খায়রুল আলম, পিকেএসএফ এর আরএমটিপি কর্মকর্তা ইব্রাহিম আলম ও উন্নয়ন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী।

আলোচনা সভা শেষে পুষ্টি সচেতনতা ও শিখণ কার্যক্রম (পুষ্টি ক্যাম্পেইন) বিভিন্ন ধরণের স্টল অতিথি সহ সকলে পরিদর্শন করেন।

দিবসটি উপলক্ষে দুপুরের পরে সচেতনতামূলক পটগাণ, নাটক ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী পুষ্টি সংক্রান্ত র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।