তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে দুই দিনব্যাপী উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম ও প্রভাষক গাজী আসাদুজ্জামান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।