পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। মীর আবুল কালাম আজাদ মিলনের সভাপতিত্বে পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় ২০২৩-২৪ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব এবং ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় পরিদর্শক অজয় ঘোষ, সমতিরি নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব শেখ রহমত আলী, উপজেলা সমবায় সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সমিতিরি সহ-সভাপতি মুশফিকুজ্জামান ইমন, সমিতির সদস্য রেজাউল ইসলাম, দীপংকর ঘোষ, আতিয়ার রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।