সাতক্ষীরা জেলার তালা উপজেলা ইসলাম কাটি হাই স্কুল মিলনায়তনে ১৬ই মার্চ বিকাল তিনটায় মিডিয়া বিভাগের আয়োজনে সাংবাদিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মো: নাজমুল ইসলাম খান এর পরিচালনা , মিডিয়া বিভাগের সভাপতি শেখ ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১ আসনের জামায়াত ইসলামির সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসলে সংবাদ কর্মীরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারবেন। নির্বিঘ্নে কাজ করতে পারবেন। সংবাদকর্মীদের সকল মত এবং ভয়ের উপেক্ষা করে সঠিকভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ও মিডিয়া বিভাগের উপদেষ্টা ডাক্তার মাহমুদুল হক। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি ও মিডিয়া বিভাগের উপদেষ্টা অধ্যাপক গাজী সুজায়েত আলী।মিডিয়া বিভাগের উপদেষ্টা ডাক্তার আফতাব উদ্দিন। মিডিয়া বিভাগের উপদেষ্টা তালা উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা মফিদুল্লাহ।ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। সাতক্ষীরা জেলার সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ,এড আবু তালেব সহ প্রমুখ।