শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ইসলামী ছাত্র শিবিরের কুরআন বিতরণ ও ইফতার মাহফিল

এস এম মোতাহিরুল হক শাহিন
মার্চ ২১, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে তালা সরকারী কলেজ ছাত্র শিবিরের সদস্যদের নিয়ে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকালে তালা সরকারী কলেজ মাঠে ইসালামী ছাত্র শিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে ও সেক্রেটারী শহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইমামুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের মিডিয়া ও আইটি সম্পাদক নাজমুল ইসলাম।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের বিজ্ঞান সম্পাদক ফয়সাল হোসেন, তালা সরকারী কলেজ সভাপতি লিমন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে তালা সরকারী কলেজের ১০০ জন ছাত্রের মাঝে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাংলা অর্থ সহ কুরআন উপহার দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইমামুল ইসলাম বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এমাসে বেশি বেশি অর্থ সহ কুরআন তিলাওয়াত জরুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।