দাতা সংস্থা ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত Restoration of Basic Services and Livelihood in Noakhali and Lakshmipur Districts in Bangladesh প্রকল্পের মাধ্যমে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে, সেনবাগ উপজেলার, মোহাম্মদপুর ও নবীপুর ইউনিয়নে, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ,দিঘলী,মান্দারী ইউনিয়নে, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চরকাদিরা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের মাঝে লাইভলীহুড সাপোর্ট, শর্তহীন টাকা প্রদান এবং উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রকল্পের মাধ্যমে উল্লেখিত ইউনিয়নে ২ হাজার ৮শত পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারে শর্তহীন ৬ হাজার টাকা, ৩৫০ পরিবারের মাঝে প্রতিটি পরিবারে শর্তহীন নগদ অর্থ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী হতে ২০ মার্চ ২০২৫ তারিখের মধ্যে উক্ত অর্থ বিতরণ করা হয়।
এছাড়াও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক ১ হাজার ৬শত পরিবারকে দিনব্যাপী লাইভলীহুড প্রশিক্ষণ (গবাদি পশু/হাঁস-মুরগি পালন, দর্জি/কাপড় ব্যবসা/কুটির শিল্প এবং ক্ষুদ্র ব্যবসা) প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত ১ হাজার ৬শত পরিবারকে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রথম বার ৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে, ১০দিন পরে দ্বিতীয়বার আরও ৯ হাজার টাকা বিতরণ করা হবে, লাইভলীহুড সাপোর্টের জন্য ১ হাজার ৬ শত পরিবারের প্রতিটি পরিবার ১৮ হাজার টাকা পাবে।
উল্লেখিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করেছেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্রা রঞ্জন দাস ও মোঃ রাহাত উজ জামান। সেভ দ্য চিলড্রেন এর রিক্তা রানী দাস, ম্যানেজার ফ্লাশ ফ্লাড রিকভারী ও তার টিমের কারিগরি সহযোগিতায় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সমন্বয়ে উত্তরণের প্রকল্প স্টাফের মাধ্যমে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মেম্বর, মহিলা মেম্বর এবং কমিউনিটির সার্বিক সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারকে সহযোগিতা প্রদানের জন্য দাতা সংস্থা ইকো, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।