শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মেহজামিন নামে এক শিশু কন্যাকে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

কামাল হোসেন :
মার্চ ২৪, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালার মেহজামিন ২২ মাসের এক শিশু কন্যা থ্যালাসেমিয়া ও রক্ত শূন্যতায় ভুগছে। অসুস্থ্য ও দরিদ্র পিতা মাতার শিশুটির চিকিৎসার জন্য সমাজে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের মনিরুল ইসলাম ও মাতা হাফিজা বেগমের কন্যা।

মেহজামিনের মা হাফিজা বেগম জানান, তার স্বামী পরের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতো। কিন্তু বর্তমানে তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় বাড়িতে আছেন। তার দুইটি মেয়ে বড় মেয়ে মনিয়ারা (১০) একটি মাদ্রাসায় পড়াশুনা করে। ছোট মেয়ে মেহজামিন জন্মের ১০ মাস পর থ্যালাসেমিয়া ও রক্ত শূন্যতা ধরা পড়ে। বর্তমানে হেমাটোলজি ও বোনম্যারো ট্রন্সপ্লান্ট বিভাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ আশিকুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছে। প্রথমে রোগটি ধরা পড়লে প্রতি সপ্তাহে প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হয়ে প্রায় ৭/৮ লক্ষ টাকা পরিবার খরচ করেছে। কন্যার চিকিৎসার জন্য সহায় সম্বল সবকিছু বিক্রয় করে সর্বশান্ত হয়ে পড়েছে। এখন প্রতি মাসে চিকিৎসা খরচ বাবদ প্রায় বিশ হাজার খরচ হচ্ছে। শিশুটির চিকিৎসা খচর বহন করতে অসহায় পিতা মাতার মানুষের দাড়ে দাড়ে ঘুড়ে বেড়াচ্ছে। অসহায় পরিবার শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন। যোগাযোগ: বিকাশ- ০১৯৪৩-৪৪৫৮৫৪।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।