শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
এপ্রিল ৫, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আগামী সংসদ নির্বাচন এবং ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫ টায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্নে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী সাঁফুই, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সাতক্ষীরা জেলা ওলামাদলের সভাপতি প্রভাষক খায়রুজ্জামান রঞ্জু, কৃষ্ণনগর বিএনপির সাবেক আহ্বায়ক আল মাহমুদ (ছোট), চম্পাফুল বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ, তারালি বিএনপি’র সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, মথুরেশপুর বিএনপির সাবেক আহ্বায়ক সহিদুল ইসলাম বদরু, রতনপুর বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, মৌতলা বিএনপি’র সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবির পলাশ, কুশুলিয়া বিএনপির সাবেক সদস্য সচিব হাছান মাহমুদ, বিষ্ণুপুর বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান, ও যুব নেতা হাসানুর রহমান প্রমুখ। এসময়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কবন্দসহ বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বক্তাগন বলেন চব্বিশ এর গনআন্দোলনে দেশ ২য়বার স্বাধীনতার পরে বিএনপির পরিচয়ে অনেক নেতার আবির্ভাব হয়েছে। যাদের অপতৎপরতা আর দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এক্ষুনি তাদের গতিরোধ না করলে আগামী নির্বাচনে প্রভাব পড়বে বলে বিশাবাস করি। আজকে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছি তারা বিগত হাসিনা পতন আন্দোলনে রাজপথে ছিলাম বলেই হামলা, মামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট অগ্নি সংযোগের শিকার হয়েছি। আমরা আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবো ইনশাআল্লাহ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।