শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানভাসী মানুষের মাঝে সাতক্ষীরায় বিএনপি‍‍`র ত্রাণ সামগ্রী বিতরন

সাতক্ষীরা প্রতিনিধি :
এপ্রিল ১০, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

 বৃহস্পতিবার সকালে আনুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ৩০০ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও আক্তারুল ইসলাম। ত্রাণ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন, দেবহাটা উপজেলা বিএনপি নেতা ও সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য স.ম হেদায়েতুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী ও আসাফুর রহমান তুহিন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস, বিএনপি নেতা মশিউর হুদা তুহিন, জাকির হোসেন বাবু, জুলফিকার আলী জুলি,খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রান সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার বিশুদ্ধ পানি, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ। এসময় ২০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী এবং ১০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ ২৭ হাজার টাকা বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।