শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বেড়িবাঁধ ভাঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিনিধি।।
এপ্রিল ১২, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তরণের আয়োজনে এবং স্টাটনেট ওয়ার্ক এর সহযোগিতায় আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ ভাঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন, ডিগনিটিকিটস ও নগদ এ্যপসের মাধ্যমে টাকা বিতরণ করা হয়। শনিবার (১২ এপ্রিল) বিকালে বিছট আনুলিয়ার নিউ মডেল ম্যাধ্যমিক বিদ্যালয় মাঠে Emergency Relife Assistance for Embankment Breach-Affected Communities in Anulia Union, Assasuni প্রকল্পের আওতায় বেড়িবাঁধ ভাঙ্গনের এলাকায় ক্ষতিগ্রস্ত ৫শত পরিবারের মাঝে হাইজিন ও ডিগনিটিকিটস এবং নগদ এ্যপস এর মাধ্যমে ৬ হাজার করে টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়। এরমধ্যে এদিন প্রথম ধাপে ৬৮ জনের মাঝে হাইজিন ও ডিগনিটিকিটস এবং নগদ এ্যপসের মাধ্যমে ৬ হাজার টাকা বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনির আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। এ সময় স্টাটনেট ওয়ার্কের চিফ ফাইনান্স এন্ড অপারেশন্স অফিসার সুজান লিন, হেড অফ নেটওয়ার্ক এন্ড ডেভেলপমেন্ট সাজিদ রায়হান, প্রোগ্রাম করডিনেটর শফিউল আলম, ডিআরএফ ম্যানেজার এনামুল হক, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার এন্ড সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা, হেইস অফিসার মোঃ আল-আমিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।