শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরণের আয়োজনে দুর্যোগ মোকাবেলা বিষয়ক মাঠ-মহড়া

নিজস্ব প্রতিনিধি:
এপ্রিল ১৮, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারী সংস্থা উত্তরণের আয়োজনে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে দুর্যোগ মোকাবেলা বিষয়ক মাঠ-মহড়া (মগড্রিল) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এ মাঠ মহড়ার আয়োজন করা হয়।

উত্তরণ আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নে স্ট্রেইনদেনিং ফোরকাস্ট বেইজড আরলি এ্যাকশনস ইন সাইক্লোন প্রোন কোস্টাল রিজিওন ইন বাংলাদেশ (স্টেপ প্রোজেক্ট) প্রকল্প এসিএফ এর সহযোগিতায় বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে দুর্যোগের আগাম সাড়াদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্যোগের আগাম সাড়াদান বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ-মহড়া (মগড্রিল) এর মাধ্যমে স্থানীয় জনসাধারণসহ সকলকে দুর্যোগে আগাম প্রস্তুতি গ্রহণের বার্তা প্রেরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য আখতার হোসেন, ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ আঃ রাজ্জাক এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহানাজ পারভীন, অন্যান্য সদস্যবৃন্দ, উত্তরণ স্টেপ প্রকল্পের প্রজেক্ট অফিসার পার্থ কুমার দে, কমিউনিটি ফ্যাসিলিটেটর খান মোঃ আল আমিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।