মঙ্গলবার, ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:
মে ৩, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব” প্রতিপাদ্যের আলোকে শনিবার (০৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালন করেন সাতক্ষীরার সাংবাদিকরা। এদিন বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, নির্বাহী সদস্য মুহা: জিললুর রহমান, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এসকে কামরুল হাসান, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, সিনিয়র সাংবাদিক এবিএম মুস্তাফিজুর রহমান, ডেইলি অবজারভারের এম জিলল¬ুর রহমান, দৈনিক যুগের বার্তার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, চিপ রিপোর্টার আমিনুর রশিদ, খোলা কাগজের ইব্রাহিম খলিল, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর রহমান, প্রতিদিনের সংবাদের আব্দুল আলিম, নিরোপেক্ষর শহিদুল ইসলাম, আমার বার্তার মীর আবু বকর, সাংবাদিক ডিএম কামরুল ইসলাম, সূপ্রভাতের মাহফিজুল ইসলাম আক্কাজ, দৈনিক সবুজ নিশান এর মোস্তফা আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশপ্রেম না থাকলে সাংবাদিকতায় আসা উচিৎ না। আমরা দেখেছি ৩৬ জুলাইয়ের পরে অনেক সাংবাদিক গুপ্তচরবৃত্তি করে বহি:বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ রেখে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা আনতে হবে।
বক্তারা আরো বলেন, ‘নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য সাতক্ষীরা প্রেসক্লাব বদ্ধ পরিকর। তবে অপ-সাংবাদিকতা করে সাংবাদিকদের পাশে পাওয়ার আশা করা যাবে না। অপ-সাংবাদিকতা রুখতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে নবীন সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এছাড়া যেসকল সাংবাদিক জেলখানায় আছেন তাদের মুক্তিসহ সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় জোর দাবি জানানো হয়।
র‌্যালি ও আলোচনা সভায় দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সাংবাদিক মোমিনুর রহমান, এমএম নেওয়াজ মিনাল, ছিদ্দিকুর রহমান, মনিরুজ্জামান মনি, আল ইমরান,মনিরুজ্জামান মনির, হাফিজুর রহমান, জাহিদুর রহমান, মামুন হোসেন, সাহেদ আলম লিটু, ইয়ারুল ইসলাম, শাহজাহান আলম মিটন, আমিনুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।