জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশের সাথে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি তালা উপজেলা শাখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় পুরাতন খেয়াঘাট রোডে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উপজেলার যুগ্ম সমন্বয়কারি মোহাম্মদ এহতেশাম শাহবাজ, সদস্য মান্নান শিকদার জনি। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমডি মামুন হাওলাদার, তালা উপজেলার প্রতিনিধি নুসরাত জাহান, শাহ জালাল আহমেদ,কাজী ইমরান হোসেন,এস কে জাহিদ, মোহাম্মদ নয়ন শেখ,শেখ রাজিব,জান্নাতুল ফেরদাউস অন্তরা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।